কি দিন আসলো রে পশ্চিম বঙ্গে। ইস্কুল এর বাছারা ক্লাস রুম দখল নিয়ে ইস্কুল এ ভাংচুর চালাছে। যারা ইস্কুল গেলে শিক্ষক দের ভয়ে পেন্টে মুতে ফেলার কথা তারা কিনা দাঙ্গা করে। আজ সরকার তামাশা দেখে ?
যারা সরকারী পার্টি নিয়ে বড় বড় বালাই করছে তাদের বোঝা উচিত রাজ্য টা কোথায়ে তারা নিয়ে যাছে। এত দিন সি পি এম করেছে এখন এরা এর থেকেও বেশি করছে যা মানুষ কে ভিসন ভাবে ভাবছে। দিনরাত চারদিকে শুধু গুন্ডা রাজ! এবার তাতে স্কুল পড়ুয়া রা যোগ দান করেছে। ইচ্ছে করে যারা এভাবে সরকার এর অন্ধ রাম ভক্ত হনুমান তাদের কে কলা দেবার বদলে সপাটে চর মারা দরকার। একদম পারফেক্ট বলেছি সপাটে চর।